হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় কিশোরী প্রকল্পের টিওটি প্রশিক্ষণ

দেবহাটায় কিশোরী প্রকল্পের টিওটি প্রশিক্ষণ

কর্তৃক
০ মন্তব্য 129 ভিউজ

দেবহাটা প্রতিনিধি :
কিশোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত বিষয়ে দেবহাটায় দুই দিন ব্যাপী টিওটি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। বুধবার শুরু হয়ে প্রশিক্ষণটি বৃহস্পতিবার সমাপ্ত হয়। বেসরকারি সংস্থা ডিআরআরএ’র সহযোগিতায় নারী কন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রজেক্টের আয়োজনে দেবহাটা উপজেলার হাদিপুরের ডিআরআরএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষনে আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার ডিপিও এবং এস.আর.এইচ.জি গ্রুপের ১২জন সদস্য অংশ গ্রহন করে। অনুষ্ঠানে নারী কন্ঠ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন ট্রেইনার খাদিজা মুসতারিন মাহিন।

কর্মশালায় উপস্থিত ছিলেন কিশোরী প্রজেক্টের উপজেলা সুপারভাইজার নজিফা খাতুন, প্রাইড কো-অডিনেটর মুজিবর রহমান। উল্লেখ্য যে, প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ গ্রুপে প্রশিক্ষক হিসাবে কাজ করবে। প্রাপ্ত প্রশিক্ষণ থেকে যোগ্যতা অর্জন করে প্রতিবন্ধী কিশোরী ও তাদের অভিভাবকদের সচেতনট্রেইনার খাদিজা মুসতারিন মাহিনতায় যাতে কাজ করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন