দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা থানা পুলিশের অভিযানে আল আমিন (৩২) নামের এক ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেপ্তার হয়েছে। তিনি উপজেলার খলিশাখালি গ্রামের রুস্তম আলীর ছেলে।
বুধবার ভোররাতে দেবহাটা থানার এএসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার খলিশাখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে বিচারার্থে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে দেবহাটা থানা এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে।