হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় একটি বাড়ি থেকে ২৫ কেজি জেলিপুশ কৃত বাগদা মাছ জব্দ 

দেবহাটায় একটি বাড়ি থেকে ২৫ কেজি জেলিপুশ কৃত বাগদা মাছ জব্দ 

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেট গ্রামের মন্দির সংলগ্ন গোষ্টো দাশ এর ছেলে -জগদিশের বাড়ি থেকে জেলি পুশ করা ২৫ কেজি বাগদা মাছ জব্দ করেছে দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, ১০ইমে শনিবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে তিনি একটি টিম নিয়ে তার বাড়ি গেলে, তারা মাছ রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। উপজেলা মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস কর্মকর্তা সাজ্জাদুর এর কাছ থেকে জানা গেছে, দেবহাটা থানার এসআই শুভ মাছ গুলোতে জব্দ করে, পরে তিনি উপজেলা মৎস্য অফিসারের সংবাদ দিলে, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মাছগুলো নিয়ে আসে এবং দুুপুর ১ টায় উপজেলা শহীদ মিনার সংলগ্নে মাছগুলো কি বিনষ্ট করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন