আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
দেবহাটায় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উৎযাপন করা হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১৪ এপ্রিল ২০২৫,০১ বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি বর্নাঢ়্য শোভা যাত্রা দেবহাটা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবির বটতলায় গিয়ে শেষ হয়। বনবিবির বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষ বরণে পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। এদিনকে ঘিরে বাঙালির প্রিয় খাবার পান্তা ভাত খাওয়া হয়। পরে বনবিবির বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলা ধুলার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে ছায়া শীতল মনোমুগ্ধকর পরিবেশে পহেলা বৈশাখ উৎযাপিত হয়। পহেলা বৈশাখের সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ গোলাম কিউরিয়া, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, সদ্য সাবেক সদস্য সচিব,জেলা বিএনপির সদস্য ও সাতক্ষীরা -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী। এসময় আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সিনিয়র সাংবাদিক ফারুক মাহবুব, নোয়াপাড়া ইউনিয়নের ভার প্রাপ্ত চেয়ারম্যান মোনায়ম হোসেন, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, যুগ্ন সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট