দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও এমজেএফ ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা সমন্বয়কারী মীর খায়রুল আলম, উত্তরণের উপজেলা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, সুশীলনের উপজেলা ম্যানেজার টিপু সুলতান, ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের নরেশ মারেন্ডি, আইডিয়ালের প্রযতি সরকার, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, সার্স’র ডাঃ মনোজ কুমার হালদার সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগন।
এসময় উপজেলায় বেসরকারি সংস্থা কর্তৃক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনার বিষয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মসূচি আরো জনবান্ধব করার নির্দেশ দেন। একই সাথে সপ্তাহ ব্যাপী ডেঙ্গু সচেতনতায় মাইকিং, লিফলেট বিতরন ও মোবাইলকোর্ট অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নে বিভিন্ন এনজিওদের সমন্বয়ে বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের পরিকল্পনা গ্রহন করা হয়।
