আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও ওসি হযরত আলীর নেতৃত্বে দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য সেডে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পারুলিয়া মৎস্য সেডে সাদা সোনা খ্যাত বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছে।খবর পাওয়ার সাথে সাথে দেবহাটা থানার ওসি হযরত আলীকে সাথে নিয়ে পারুলিয়া মৎস্যা সেডের ব্যাবসায়ী উত্তম কুমার ও জাহাঙ্গীর হোসেন (সুজন) নামে দুইজনকে অপদ্রব্য পুশকৃত ১২০ কেজি গলদা চিংড়ি ও পুশ কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ আটক করেন। নিউজ লেখার আগে পর্যন্ত খবর পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মোটা অংকের জরিমানা করা হয়েছে আর জরিমানা না দিতে পারলে তাদেরকে ২ মাসের জন্য জেল হাজতে প্রেরণ করা হবে। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জামায়েত নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারি সাদেক হোসেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।পরে আটককৃত চিংড়িগুলো উপজেলার পরিষদের সামনে পরিত্যক্ত স্থানে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মাটিতে পুতে দেয়া হয়। এসময় ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, চিংড়ি আমাদের রপ্তানি আয়ের অন্যতম একটা উৎস। কিছু অসাধু ব্যবসায়ীর কারনে বিদেশে আমাদের বদনাম হচ্ছে। আর সাতক্ষীরা হচ্ছে চিংড়ি উধপাদনের জন্য অন্যতম। তাই আমাদের সুনাম ও এই সম্পদ রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে।