হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মানের জমি নিয়ে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে মামলা

দেবহাটায় আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মানের জমি নিয়ে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 155 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় গৃহহীনদের জন্য নির্মানাধীন আশ্রায়ন-২ প্রকল্পের সরকারি ঘরের জমি নিয়ে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত ৯ ডিসেম্বর দেবহাটার শশাডাঙ্গা গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ সরকারের দুই ছেলে মহানন্দ সরকার, বিধান চন্দ্র সরকার এবং একই গ্রামের মহেন্দ্র সরকারের ছেলে কালিপদ সরকার বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। মামলা নং- এল.এস.টি ২৪০৯/২০/২০। মামলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক ও দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, চলতি অর্থবছরে দেবহাটা উপজেলাতে জমি নেই, ঘর নেই এমন গৃহহীন ২৯টি পরিবারের জন্য আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সরকারি বাসগৃহ বরাদ্দ দেয়া হয়। বর্তমানে কুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে সরকারি জমিতে সরকারি খরচে সেসব বাসগৃহ নির্মানের কাজ চলছে। এসকল বাসগৃহের মধ্যে কুলিয়ার ছোট জগন্নাথপুর মৌজার বিএস ১নং খাস খতিয়ানের অর্ন্তভূক্ত হাল ১০৯৪ ও হাল ১০৮৮ দাগের জমিতে একটি গৃহহীন পরিবারকে পূনর্বাসনের জন্য সরকারি বাসগৃহ নির্মানের কাজ চলমান রয়েছে। সরকারি সম্পত্তিসহ বৃহৎ আয়তনের ওই জমির উত্তরপাশে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক উপাসনার বনবিবি ও কালাপীরের থান থাকায় সেখানকার হিন্দু ধর্মাবলম্বীরা জমিটিতে সরকারি বাসগৃহ নির্মানের ব্যাপারে দ্বিমত পোষন করেন। কিন্তু ইতোমধ্যেই ঘরটির নির্মানকাজ এক তৃতীয়াংশ সম্পন্ন হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সেটি বাতিল করা সম্ভব হয়নি।

এনিয়ে কয়েকদিন আগে ঘর নির্মানাধীন জমি পরিদর্শন করে, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিল্লুর রহমান, দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, এসিল্যান্ড এসএম তারেক সুলতান, জেলা আ’লীগের সাবেক কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এরই মধ্যে ওই জমিটির ৩৪ শতক বাদীপক্ষের দাবী করে ভুলবশত সরকার পক্ষের নামে বিএস গেজেটে রেকর্ড হয়েছে মর্মে উল্লেখ করে মহানন্দ সরকার, বিধান চন্দ্র সরকার এবং কালিপদ সরকার মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী বছরের ৮ আগস্ট শুনানীর দিন ধার্য্য করেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন