হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির দিনব্যাপী কর্মশালা

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটায় গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির দেবহাটা উপজেলা শাখার সভাপতি ও ইউপি সদস্য ডাক্তার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব ডা. আমিনুল ইসলাম।

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সংগঠনের খুলনা বিভাগের সভাপতি ডা. আব্দুল বারী খান, দেবহাটা শাখার উপদেষ্টা আফসার আলী মাস্টার, সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার শফিউল আলম, গ্রাম ডাক্তার রফিকুল ইসলাম, আবদুল আজিজ, প্রশান্ত কুমার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের সদস্য আবদুল কাদের।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সদস্যদের কর্মদক্ষতার সনদ ও পরিচয়পত্র প্রদান করা হয়। উক্ত কর্মশালায় উপজেলার ১২০ জন গ্রাম ডাক্তার অংশ গ্রহন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন