হোম খুলনাসাতক্ষীরা দেবহাটার মোড়ে মোড়ে মিষ্টিমুখ আর ফুলেল শুভেচ্ছায় ডা. রুহুল হককে বরণ

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:

পঞ্চমবারের মতো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ ( দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) আসনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন নিয়ে ঢাকা থেকে নির্বাচনী এলাকা দেবহাটায় পৌঁছাতেই মোড়ে মোড়ে মিষ্টিমুখ আর ফুলেল শুভেচ্ছার বরণ করে নেয়া হয়েছে দলটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান এমপি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হককে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে প্রথমে কুলিয়া শহিদ মিনার অভিমুখে ডা. রুহুল হক এমপিকে মিষ্টিমুখ করিয়ে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, যুবলীগ নেতা বিজয় কুমার ঘোষ, বিধান বর্মন, রেজাউল ইসলাম প্রমুখ।

পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী ও মনিরুল ইসলাম মনি, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, আবু বকর গাজী, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, মহিউদ্দিন খোকন সহ দলীয় নেতাকর্মী এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা ও রবিউল ইসলামের নেতৃত্বে ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ মিষ্টিমুখ করিয়ে এবং ফুল দিয়ে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিকে বরণ করে নেন।

পরে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যারা ফুল ও মিষ্টিমুখ করিয়ে এমপিকে বরণ করেন। এসময় উপস্থিত জনসাধারণের সম্মুখে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে এবং ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতিকে ভোট চেয়ে বক্তব্য রাখেন ডা. রুহুল হক এমপি।

সখিপুর মোড়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ডা. আ.ফ.ম রুহুল হক এমপিকে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন।

পরে ডা. রুহুল হক এমপির গাড়িবহরটি গাজীরহাট বাজারে পৌঁছালে সেখানে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যারা ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে ডা. রুহুল হক এমপিকে বরণ করে নেন।

পরে নলতার পৌঁছে সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব, গাউছে জামান, আরেফ বিল্লাহ, শাহ সুফি হযরত খানবাহাদুর আহছানউল্লা (র:) এর রওজা শরীফ জিয়ারত করেন অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন