হোম খুলনাসাতক্ষীরা দেবহাটার বিভিন্ন রাস্তার পাশে শুকনো গাছ, প্রাণ ঝুঁকিতে পথচারীরা!

দেবহাটার বিভিন্ন রাস্তার পাশে শুকনো গাছ, প্রাণ ঝুঁকিতে পথচারীরা!

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটার বিভিন্ন রাস্তার পাশে মরা গাছগুলো জীবন ও সম্পদের জন্য ঝুঁকি তৈরি করছে।বিশেষ করে দেবহাটা সখিপুর মোড় হতে উপজেলা গামী রাস্তাটিতে অনেক মারা গাছ আছে, কিছু দিন আগেও সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপরে একটি গাছ ভেঙ্গে পড়ে, গত বৃহস্পতিবার স্কুলের আগে একটি গাছ রাস্তায় ভেঙ্গে পড়ে। শুধু এই রাস্তা নয় সখিপুর ইউনিয়নের নারকেলি সাইক্লোন সেন্টারের আশে পাশে অনেক গুলা মরা গাছ আছে এই সব মরা গাছের ডালপালা ভেঙে পথচারীদের আহত করার এবং যানবাহনের ক্ষতি করার খবর পাওয়া যাচ্ছে এছাড়া, মরা গাছগুলো বিদ্যুতের তারের উপর পড়লে সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনা ঘটতে পারে এই সমস্যা সমাধানে, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুজ্জামান বলেন আমার স্কুলের আশে পাশের গাছ গুলা আমাদের স্কুলের কোমলমতি বাচ্চাদের জীবন ঝুকি বাড়াচ্ছে। তাই মরা গাছগুলো অপসারণের দাবি জানিয়েছে তিনি। ৩নং সখিপুর পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন জায়গায় শুকনা গাছ ভেঙ্গে পড়ার খবর আসে। তাই শুকনা গাছ গুলা অপসারণ করা জরুরী। তবে, সরকারি নিয়মতান্ত্রিক জটিলতার কারণে গাছগুলো অপসারণ করা যাচ্ছে না বলে জানা গেছে। দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন ও এই সমস্যা সম্পর্কে অবগত এবং তিনি জানান, মরা গাছগুলোর কর্তন করার অনুমতি না পাওয়ায় অপসারণ করা যাচ্ছে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন