মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:
দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে জনপ্রশাসন মন্ত্রনালয়ের ২২ মে তারিখের ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৮.২০.১৭৮ নং স্মারকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত তাসনীম জাহানকে (পরিচিতি নং- ১৭৯৫৬) পদায়ন করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৫ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহেরা নাজনীন স্বাক্ষরিত ০৫.৪৪.০০০০.০০৬.১৮.০০১.২২-৩৪৪ নং প্রজ্ঞাপনে তাসনীম জাহানকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের আদেশ দেয়া হয়। তাসনীম জাহানের বাড়ি চট্রগ্রাম জেলায়, তিনি বিসিএস ৩৫ ব্যাচের একজন অফিসার।
এর আগে তিনি বান্দরবান সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং সর্বশেষ তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়িত ছিলেন।
কয়েকদিন আগে চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. রোকুনুজ্জামান কে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের আদেশ দেয়া হয়। কিন্তু সম্প্রতি তিনি অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পাওয়ায় বৃহষ্পতিবার নতুন করে তাসনীম জাহানকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের আদেশ সম্বলিত প্রজ্ঞাপন জারি করে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়। রোববার তিনি দেবহাটা উপজেলাতে যোগদান করবেন বলে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে।
