হোম দেবহাটা দেবহাটার কুলিয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটার কুলিয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ

আব্দুল্লাহ আল মামুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন কোন্দল থাকার কারণে ও জাতীয় প্রতীক ধানের শীষ কে জয়লাভ করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায়। গত ২৫/১২/২৪ তারিখ দেবহাটা উপজেলা আহবায়ক কমিটির সভায় প্রতিটি ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই আহবায়কদের নেতৃত্বে টিম গঠন করে কর্মী সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় একটি কমিটি করা হয়। ওই কমিটির সার্বিক সহযোগিতায় (বুধবার) ১লা জানুয়ারি ২৫ , ১নং কুলিয়া ইউনিয়নে বহেরা মাদ্রাস প্রাঙ্গণে। বিকাল ৩-৩০ মিনিটে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায়, কমিটির সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বাবু সভাপতিত্বে, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টিম প্রধান ও উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান মুকুল,যুগ্ন আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন, ,প্রভাষক কামাল হোসেন, হাসান সারাফী,আলতাফ হোসেন, জাতীয়তাবাদী উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম রসূল সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরণ কুমার মন্ডল সদস্য সচিব আবির হোসেন লিয়ন, সাতক্ষীরা সেচ্ছাসেবক দলের শিল্প ও বাণিজ্য বিষায়ক সম্পাদক রিয়াজ কামাল মামুন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন