হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের কাজ শুরু ‘আমাদের টিম’-এর

দেবহাটায় স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের কাজ শুরু ‘আমাদের টিম’-এর

কর্তৃক Editor
০ মন্তব্য 79 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দূষণমুক্ত পরিবেশ এবং সুস্থ জীবন পয়ঃনিষ্কাশনের মূল লক্ষ্য” দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন ড্রেন পরিস্কার ও খনন কাজের উদ্বোধন করা হয়েছে। উপস্থিতি থেকে কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এই সময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংবাদিক ও সেচ্ছাসেবী আব্দুল্লাহ আল মামুন। আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি।উপ- পরিচালক মরুক বিল্লাহ,উপ- পরিচালক শুভংকর রয়,উপ- পরিচালক রেজাউল ইসলাম, সহকারী পরিচালক আল আমিন হোসেন। আমাদের টিম মানবিক পরিবারের সাবেক সভাপতি এইচ এম মনির হাসান,নওয়াপাড়া ইউনিয়ন টিম লিডার আবু হাসান।সদস্য মোস্তাফিজ বিল্লাহ, রানী ফারহানা,নুসরাত জাহান, আল আমিন,সহ সকল সদস্য বৃন্দু।এই সময় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন আমাদের টিম সংগঠনটি সব সময় মানবিক কাজ করে থাকে আমরা উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে আছি।আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনি বলেন আমরা এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পুরা বর্ষাকাল জুরে করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন