আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নাজিরঘের গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে গ্যাস ট্যাবলেট খেয়ে রোকেয়া খুকুমণি (২৫)নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। খুকুমনির বাবা আব্দুল মান্নান জানান আমার মেয়ের শশুর বাড়ি কয়রা উপজেলার খাজরা গ্রামে সে সেখানে থাকা অবস্থায় স্বামী সাথে ঝগড়া হয়,পরে সে নাজিরঘের আমাদের এসে ৬ই জুলাই সকাল ১১:৩০ মিনিতে গ্যাস ট্যাবলেট খেয়েছে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পারিবারিক ঝগড়াঝাটিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া জানান, আমারা ১২:৩০ আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থালে যায় এবং প্রথমিক তদন্তে জানতে পারি পারিবারিক ঝগড়াঝাটির কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে, তবে ময়না তদন্ত প্রতিবেদন ও অধিকতর তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ। মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার জন্য প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।