হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসন জামায়াতের প্রার্থী আব্দুল খালেক এর মত বিনিময় 

দেবহাটায় সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসন জামায়াতের প্রার্থী আব্দুল খালেক এর মত বিনিময় 

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, দেবহাটা উপজেলা জামায়াত ইসলামী পারুলিয়া অফিসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি তার বক্তব্যে বলেন, আমিও জানি অনেক অংশে কালিগজ্ঞ এবং আশাশুনিতে যে উন্নয়ন হয়েছে দেবহাটায় উন্নয়নের মাত্রা অনেক কম। দেবহাটায় জলাবদ্ধতা ও নদী ভাঙ্গন একটা বড় সমস্যা, বিষয়টি আমাদের জামাতের আমীরের কাছে জাতীয় পর্যায়ে দেখার জন্য দাবী করা হয়েছে। সাতক্ষীরা সুন্দরবন একটি পর্যটন কেন্দ্র, দেবহাটাও একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, তবে দেবহাটা পর্যটন কেন্দ্র নদীর ধারের রাস্তা ঘাট গুলো সংকীর্ণ, গাড়ি ঘোড়া গুলো চলতে পারে না। নদী ভাঙ্গনের স্থায়ী বাঁধ নির্মাণ ও রাস্তা ঘাট গুলো যাহাতে আমরা শ্রী বৃদ্ধি করতে পারি, আরো সুন্দর করতে পারি তাহলে আমাদের এই স্পট একটি সুন্দর স্পটে পরিণত হবে। তাহলে এখানে বৈদেশিক মুদ্রা আনায়নের জন্য বিদেশি পর্যটনদের এখানে আসা সম্ভব হবে। তাই এখনকার রাস্তা ঘাট গুলো ভালো করতে হবে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং গুলো অনেক দূদর্শা গ্রন্থ, খেলার মাঠ নেই, জলাবদ্ধতার কারণে ফসলের ঘাটতি হচ্ছে এগুলো সমাধান করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসন পরিচালক প্রভাষক ওমর ফারুক। সাংবাদিকদের মধ্যে বক্তব্যে রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা হাফেজ জি এম আব্বাসউদ্দীন, প্রেসক্লাবের সদস্য অধ্যাপক রাজু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সদস্য সচিব মাওলান শাহাদাত হোসাইন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জামছেদ আলম, সদস্য মহিউদ্দিন সিদ্দিকী লাল্টু, জাহিদ হাসান, আব্দুস সবুর, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি আবু বক্কার সিদ্দিক সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলবৃন্দ। প্রধান অতিথি আরো বলেন, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আমাকে সহযোগিতা করবেন,আমিও আপনাদের সকল প্রকার সহযোগিতা করব ইনশাআল্লাহ।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন