হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় শুভ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা

দেবহাটা প্রতিনিধি:

সাধুদীগনের পরিত্রান, দুষ্টদীগনের বিনাশ সাধন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ন হই” শ্রীকৃঞ্চের এই বানীকে সামনে রেখে দেবহাটা পাটবাড়ি মন্দিরের আয়োজনে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। বুধবার ৬ সেপ্টেম্বর, ২৩ ইং এ উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পাটবাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় মহারাজ স্বপন গোস্বামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, পাটবাড়ি মন্দিরের সভাপতি দেবপ্রসাদ মন্ডল, কোষাধ্যক্ষ লক্ষীকান্ত দত্ত, গোপাল গোস্বামী, ডাঃ গৌরাঙ্গ ঘোষ, শিক্ষক প্রশান্ত কুমার, মোহন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দিরের পুরোহিত সঞ্জয় গোস্বামী। পরে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন