দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫, উদযাপন উপলক্ষ্যে র্যালী আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে বাছাইকৃত ৫ ক্যাটাগরির সুপারিশ কৃত সফল প্রার্থীদের ক্রেস প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা থানার ওসি তদন্ত নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন, মুজাহিদ বিন ফিরোজ, পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল ছাত্তার , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন সহ উপজেলার বিভিন্ন দফত্বরের কর্মকর্তাবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
