হোম দেবহাটা দেবহাটায় বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান

দেবহাটায় বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
দেবহাটার পারুলিয়ায় বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ জানুয়ারী ২০২৬ জোহর নামাজ বাদ পারুলিয়া গার্লস হাইস্কুলে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান সরাফীর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বিএনপি নেতা প্রভাষক আবু তালেব মোল্ল্যা, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজু, বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা আহসানুল্লাহ ডালিম, দেবহাটা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম রসুল খোকন ও সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, দেবহাটা উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব ফিরোজ হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ ও হাফেজ মাওলানা মুফতি হোসাইন আহম্মাদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি শরিফুল ইসলাম।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন