আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটার উপজেলা পারুলিয়ার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এলাকা খেজুরবাড়িয়া। সেখানে আফসার আলীন বাড়ি হতে আসর আলীর বাড়ি পর্যন্ত ১২০ মিটার লিং ঢালায়ের পাকা সড়কটি নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ১০ দিন আগে।যার খরচ ব্যায় ধরা হয় ৪ লক্ষ টাকা। অথচ সড়কটির তৈরিতে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার কালামের বিরুদ্ধে। ১৩ই জুলাই সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। রিপোটার কে স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং সিমেন্টের মেয়াদও শেষ হয়ে গেছে। এর ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে যে, রাস্তা তৈরিতে বালু, সিমেন্ট এবং অন্যান্য উপকরণ সঠিকভাবে ব্যবহার করা হয়নি বালু বাছাইয়ে অনিয়ম এবং সিমেন্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়।এই ধরনের অনিয়মের কারণে স্থানীয় জনগণ অসন্তুষ্ট এবং তারা এই বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে এবং তারা আরো দাবি করেন এই অনিয়মকারী ঠিকাদারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রাহন ও সাথে সাথে তার মতো ঠিকাদারের যেনো লাইন্সেস বাতিল করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী বলেন, সিডিউল অনুযায়ী কাজের এক চুল পরিমান ও অনিয়ম থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারের বিরুদ্ধে।