আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র্যালি আলোচনা ও ঋন বিতরন করা হয়েছে। মঙ্গলবার ১২ আগষ্ট সকালে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী। “প্রযুক্ত নির্ভর যুব বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি” প্রতিপাদ্যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা ও দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ।