হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় আনসার ভিডিপির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

দেবহাটায় আনসার ভিডিপির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

কর্তৃক Editor
০ মন্তব্য 91 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
আমার গ্রাম, আমার আঙিনা আমি পরিষ্কার করি পরিবেশ রক্ষা করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় আনসার ভিডিপির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ আশরাফুজ্জামান এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। সূত্রে জানা গেছে, আনসার ভিডিপির ১০ দিন ব্যাপি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণার্থীদের সামাজিক উন্নয়ন কাজে উদ্বুদ্ধ করতে উপজেলা সখিপুর ফুটবল মাঠে এ অভিযান চালানো হয়। পরিচ্ছন্ন অভিযানে ৬৫ জন নারী পুরুষ প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।জেলা আনসার কমান্ড্যান্ট আশাফুজ্জামান জানান, আনসার ভিডিপির বিভিন্ন প্রশিক্ষণে সামাজিক, সেচ্ছাসেবী নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। এরই ধারাবাহিকতায় চলতি ভিডিপি ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তির মৌলিক প্রশিক্ষণ শেষ পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে সচেতন করতে আজকের এ আয়োজন করা হয়েছে। এতে প্রশিক্ষণর্থীরা শতস্পুর্তভাবে অংশ গ্রহণ করে।তিনি আরো জানান আনসার ভিডিপির সদস্য বৃন্দ সরকারের নির্দেশনা মোতাবেক সদর দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দেশের ক্লান্তিলগ্নে জাতীয় স্থানীয় ভাবে বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন