হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

দেবহাটায় অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটার পারুলিয়া বাজারে অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।সোমবার দপুর ১টার দিকে উপজেলার পারুলিয়া বাজারে এ অভিজানের নেতৃত্ব দেন দেবহাটা উপজেলা নির্বহী অফিসার মিলনা শাহ । এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুদ করার দায়ে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ৫(২)ক ধারায় পারুলিয়া বাজারের ব্যবসায়ী কলিমউদ্দিন পুত্র সোহেল কে ৫ হাজার ও মিজানুর রহমানের ছেলে আরাফত কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সরারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তার টেবিল সহকারী সাদেক হোসেন। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন