নড়াইল অফিস:
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নড়াইলের লোহাগড়া ইতনা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাসুদেব ব্যানাজির্র ব্যাক্তিগত অর্থায়নে জেলার ৫৪৪ টি পুজা মন্ডবে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। এ উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) বেলা বিকেলে লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্বেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রঙ্গনে এ সহায়তা প্রদান করা হয়।
মন্দিরের সহ-সভাপতি মধু সূধন শীলের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল জেলা পুজা উদযাপন পর্ষদের সভাপতি অশোক কুন্ডু, সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জি, লোহাগড়া পুজা উদযাপন পর্ষদের সাধারন সম্পাদক পরীক্ষিত সিকদার প্রমুখ। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পুজা উদযাপন পর্ষদের সহ-সভাপতি গৌতম দেওয়ান, পৌর শাখার সভাপতি কিশোর রায়, সম্পাদক সুদর্শন কন্ডু ছোটন, তপন বিশ্বাস, কাজল পাল । পরে বিভিন্ন পূজা মন্ডবের নেতৃ বৃন্দের হাতে আর্থিত সহযোগিতা তুলে দেওয়া হয়।# মোস্তফা কামাল,নড়াইল ২২/১০/২০২০