হোম অন্যান্যসারাদেশ দূর্গা পূজা উপলক্ষে পিরোজপুরে ৪৯৯টি পুজা মন্ডপে জেলা পরিষদের অনুদান প্রদান

দূর্গা পূজা উপলক্ষে পিরোজপুরে ৪৯৯টি পুজা মন্ডপে জেলা পরিষদের অনুদান প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 67 ভিউজ
পিরোজপুর  অফিসঃ 
হিন্দু ধর্মালম্বিদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পিরোজপুর জেলার ৪৯৯টি পুজা মন্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রধান করা হচ্ছে। অনুদান হিসেবে প্রতিটি উপজেলা সদরের পূজা মন্ডপে ১০ হাজার টাকা এবং অন্যান্য মন্ডপে ১ হাজার করে টাকা প্রদান করা হচ্ছে।
শনিবার (১০অক্টোবর)  পিরোজপুর সদর উপজেলার ৬৬টি মন্দিরের ৭৫ হাজার টাকা এবং ইন্দুরকানী উপজেলার ২৬টি মন্দিরের জন্য ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদানের টাকা প্রদান করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। এসময় ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমানসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিরোজপুর জেলা পরিষদে মো. মহিউদ্দিন মহারাজ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তার নির্দেশে জেলা পরিষদের তহবিল থেকে শারদীয় দূর্গা পূজায় জেলার প্রতিটি দূর্গা মন্দিরে প্রতি বছর অনুদান দেয়া হচ্ছে। এছাড়া তিনি ব্যক্তিগত তহবিল থেকেও প্রতিবছর বিভিন্ন মন্দিরে অনুদান দিয়ে আসছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন