হোম জাতীয় দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে নৈরাজ্য

জাতীয় ডেস্ক :

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস ভাড়া বাড়ানোয় যাত্রীদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার চাইতেও বেশি নেওয়ার অভিযোগ তাদের। তারা বলছেন, দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ নেওয়ার অভিযোগ। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ নিম্ন ও মধ্যবিত্তরা।

তবে, অচলাবস্থা কাটিয়ে পরিবহন চলাচল শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রী ও শ্রমিকরা। এদিকে, সিএনজি চালিত বাসেও একই ভাড়া নির্ধারণ করায় তদারকির দাবি যাত্রীদের।

শেষমেশ ভাড়া বাড়িয়েই ঘুরল বাসের চাকা। প্রায় ২৭ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে তিন দিন পর ধর্মঘট প্রত্যাহার শেষে রোববার (৭ নভেম্বর) রাত থেকেই গণপরিবহন চলাচল শুরু হয়।

বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন এ ভাড়া শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু সিএনজি চালিত গাড়িতেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। নেই কোনো সুনির্দিষ্ট তদারকি।

এদিকে, বাড়তি ভাড়া ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকের আর্থিক সামর্থ্যেও পড়েছে টান। ভুক্তভোগীরা বলছেন, জনগণের বিষয়টি দেখা হয়নি। তাদের সুবিধাটাই দেখা হচ্ছে। ব্যয় বাড়ে কিন্তু কর্মস্থলে বেতন বাড়ে না।

যাত্রীরা বলছেন, মধ্যবিত্ত পরিবারের জন্য ভাড়া বাড়াটা খুবই অসুবিধার। আগে রাজশাহী থেকে নাটোরের ভাড়া নিত ৫০ টাকা কিন্তু এখন নিচ্ছে ৮০ টাকা। বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত তো কষ্টদায়ক।

ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের হেলপার-সুপারভাইজারদের বাকবিতণ্ডা করতে দেখা যায়। এদিকে, ভাড়া বাড়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে শিক্ষার্থীরা।

চালকরা বলছেন, কথা কাটাকাটি করে ভাড়া আদায় করতে হচ্ছে। না নিলেও তো আমরা গাড়ি চালাতে পারি না। শিক্ষার্থীরা বলছেন, এ রকম বাড়ালে তো আমাদের যাওয়া আসার সমস্যা হয়। টাকা বেশি নেওয়াটা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে গেছে।

এদিকে, ভাড়া বাড়লেও পরিবহন শ্রমিকদের মজুরি বাড়ে না বলে অভিযোগ করেছেন তারা। বলছেন, গাড়ি চলছে কিন্তু আমাদের তো আর বেতন ভাতা বাড়াচ্ছে না। ২০-২৫ বছর ধরে একই বেতনে কাজ করছি। মালিক কত পেল না পেল, সেটা তো আমরা পাই না।

এত সীমাবদ্ধতার মধ্যেও অচলাবস্থা কাটিয়ে গণপরিবহন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মনে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন