খুলনা অফিস :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী রেজা মজিদ বলেছেন, ভৌগলিক কারণে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। প্রতিবছর দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তিনি বলেন, ১৯৭০ সালে প্রাকৃতিক দুর্যোগেএদেশে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। তৎকালীন পাকিস্তান সরকার চেয়ে ছিল এদেশের মানুষ মারা যাক। ওই সময় দুর্যোগ হ্রাসে রেড ক্রস এগিয়ে এসেছিল। তারা অর্থ বন্ধ করে দেওয়ায় এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রতিষ্ঠা করেন। গত ৫০ বছরেও এ কর্মসূচি বন্ধ হয়নি। ১৩টি জেলার ৪২টি উপজেলায় সিপিপি কর্মসূচি রয়েছে। যার অধিনে ৭৪ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির ব্যাপারে খুবই আন্তরিক। তিনি স্বেচ্ছাসেবকে নারী-পুরুষ সমতা এসেছেন। দেশের দুর্যোগ প্রবণ এলাকায় সিপিপি কর্মসূচি জোরদার করায় এবং সরকারের কার্যকরি পদক্ষেপের ফলে উন্নত বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল। গত কয়েক দশকে অনেকগুলো দুর্যোগ মোকাবেলা করা হয়েছে। এখন সম্পদের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি পূর্বের তুলনায় অনেক কমে এসেছে। সচিব আরো বলেন, দুর্যোগ পূর্ব প্রস্তুতি থাকলে ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। তিনি বলেন, দুর্যোগে প্রাণহানি শূন্যের কোটায় এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সিপিপি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতে এ কর্মসূচি আরো শক্তিশালী করা হবে বলে তিনি জানান। তিনি শনিবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও রেড ক্রিসেন্ট উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি সম্প্রসারণ বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক বেলাল হোসেন। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আহমাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, সিপিপি’র উপ-পরিচালক গোলাম কিবরিয়া, আইওএম’র কো-অর্ডিনেটর এ্যানথনি সুকিরা, আমেরিকান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেনটিভ আসালা নবরতে উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহিনুর রহমান, আমেরিকান রেড ক্রসের হেড অব প্রোগ্রাম মালিহা ফেরদৌস।