হোম অর্থ ও বাণিজ্য দুর্নীতি বন্ধে আইন নয়, দরকার সামাজিক আন্দোলন: অর্থমন্ত্রী

বাণিজ্য ডেস্ক:

আইন করে দুর্নীতি দূর করা সম্ভব নয় মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দুর্নীতি বন্ধে দরকার সামাজিক আন্দোলন।

রোববার (৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প ও সামাজিক কর্মসূচিতে বিনিয়োগ বাড়াতে হবে। আইন করে দুর্নীতি দূর করা সম্ভব নয়, এর জন্য দরকার সামাজিক আন্দোলন।’

এর আগে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেকসই উত্তরণের কৌশল’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, ‘দেশের পরিশ্রমী মানুষ, দূরদর্শী উদ্যোক্তা আর তরুণ জনগোষ্ঠীর কাঁধে ভর করে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বাংলাদেশ।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন