আন্তর্জাতিক ডেস্ক:
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তাদের মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন। এরদোয়ান জানান, তিনি রাইসিকে ‘সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে’ স্মরণ করেন।
এক্স (সাবেক টুইটার) পোস্টে এরদোয়ান লেখেন, আমাদের প্রতিবেশী ইরানের এই কঠিন এবং দুঃখের সময়ে পাশে থাকব; যা আমরা অনেকবার করেছি।
এছাড়াও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ভাগ্যবশত, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর সংবাদ আমাদের গভীরভাবে শোকাহত করেছে। ইরানের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতীম জনগণের সঙ্গে আমরাও গভীরভাবে শোকাহত।’
দুদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান আছেন ফিদান। সেখানেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শোক প্রকাশ করেন তিনি।
এছাড়া ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আজারবাইজান, আরব আমিরাত, ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশ।
গত শনিবার (১৮ মে) আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। রোববার (১৯ মে) দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করেন।
সেখান থেকে তেহরানে ফেরার পথে পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সোমবার (২০ মে) দেশটির কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।