জাতীয় ডেস্ক :
জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো দুবাই এক্সপো-২০২০। এতে অংশ নিচ্ছেন তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী।
চোখ ধাঁধানো ও জমকালো আয়োজনে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত দুবাই এক্সপো ২০২০। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম ৬ মাসব্যাপী এই এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
৬৪টি দেশের প্রায় এক হাজার শিল্পী এতে অংশ নেন। প্রায় সাড়ে চার কিলোমিটার জায়গাজুড়ে এক্সপোর দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন মুগ্ধ করেছে সবাইকে। এই ইতিহাসের গর্বিত অংশীদার বাংলাদেশও।
প্যান এশিয়া কোম্পানি লিমিটেডের সিইও সাইফুর রহমান বলেন, এক্সপো হচ্ছে- সম্পূর্ণরূপে একটি সাংস্কৃতিক এবং অভিজ্ঞ প্রতিটি দেশের বিভিন্ন বিষয় যেমন সাংস্কৃতিক বিষয়, বিজ্ঞানবিষয়ক নানা উন্নয়নের বিষয়, সামাজিক বিষয় এবং অবশ্যই কিছুটা বাণিজ্যিক বিষয় বা অর্থনৈতিক বিষয় নিয়ে কিছু প্রদর্শনীর আয়োজন করা হয়।
করোনা পরিস্থিতির মধ্যেই ১৯২টি দেশ দুবাই এক্সপোকে ঘিরে নিজ নিজ অবস্থান থেকে স্বপ্ন দেখছে অর্থনীতি, বিনিয়োগ, সামাজিক অবস্থান, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে নতুনভাবে গতি সঞ্চার করতে। দুবাই এক্সপো সে ঐক্যের সূচনা করছে।
এমিরেটস ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শাহিনুর সাহ বলেন, এটি একটি বিশাল প্লাটফর্ম। বাংলাদেশ সরকার যদি ভিন্ন কিছু পর্যায় নিতে পারে, তবে ভালো কিছু হবে। কারণ এখানে বাংলাদেশের প্রভাবটা অনেক বাড়তে পারে।
বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইএর সহসভাপতি মাহাবুব আলম সিআইপি বলেন, আশা করি এই মেলা থেকে বাংলাদেশ অনেক সুবিধা পাবে। বিশেষ করে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য অনেক পণ্য আছে।
বাংলাদেশও নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, অর্থনীতি, উন্নয়ন, বিনিয়োগ, ব্র্যান্ডিং করতে প্রস্তুত। এ লক্ষ্যে এক্সপো গ্রাউন্ডে উদ্বোধন করা হবে বাংলাদেশ প্যাভিলিয়নের। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসিবে এই প্যাভিলিয়ন উদ্বোধন করবেন। ইতোমধ্যে এক্সপোতে অংশগ্রহণ করতে প্রায় তিন শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা দুবাইতে অবস্থান করছেন।
