হোম ফিচার দুবাইয়ে আটকের পর অসুস্থ হয়ে হাসপাতালে উরফি

বিনোদন ডেস্ক :

খোলামেলা পোশাক পরার কারণে সবসময়ই আলোচনায় থাকেন ভারতের মডেল ও টিভি অভিনেত্রী উরফি জাভেদ। আলোচিত এই মডেল দুবাইয়ে আটক হওয়ার পর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কখনো কখনো উদ্ভট পোশাক, কখনো-বা উদ্ভট আচরণ বা তার উদ্ভট মন্তব্য সবকিছুতেই আলোচনা-সমালোচনার জন্ম দেন উরফি জাভেদ। সম্প্রতি দুবাইয়ে পাড়ি জমিয়েছেন তিনি। তবে সেখানে গিয়ে আর নিজের মতো আলোচনার জন্ম দিতে পারেননি উরফি। তার আগেই তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দুবাইয়ে গিয়ে খোলামেলা পোশাকে শুট করার অভিযোগে তাকে আটক করেছে স্থানীয় পুলিশ। এদিকে আটকের পর থেকেই উরফি জাভেদ কথা বলতে পারছেন না। সে জন্য তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম ডাক্তারদের বরাত দিয়ে জানিয়েছে, উরফি জাভেদ এতটাই অসুস্থ যে, কথা বলতে পারছেন না। ল্যারিনজাইটিস রোগে আক্রান্ত তিনি। যার ফলে তার কথা বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তার স্বরযন্ত্র। আপাতত, দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

তবে এত অসুস্থতায়ও আপাতত তাকে ভারতে ফিরতে দিচ্ছে না দুবাই পুলিশ। উরফিকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় প্রশাসন। উরফির ভারতে ফেরার টিকিটও বাতিল করেছে তারা।

‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক অন্যতম নির্ভরযোগ্য ওয়েবসাইট এনএইচএস জানিয়েছে, ল্যারিনজাইটিস রোগ মূলত ভোকাল কর্ড বা স্বরযন্ত্রের সংক্রমণ। ভাইরাসের আক্রমণে এটি হয়ে থাকে। যেমন: ঠান্ডা অথবা ফ্লু। দীর্ঘ সময় কাশি, পেট থেকে অ্যাসিড গলায় উঠে এলে, ধুলো বা ধোঁয়ার মতো জিনিস থেকে তৈরি অ্যালার্জির কারণে এ সংক্রমণ হতে পারে। ১-২ সপ্তাহের মধ্যে রোগী সুস্থ হয়ে যান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন