হোম অন্যান্যসারাদেশ দুই হাজার শীতার্তকে শীতবস্ত্র দিচ্ছেন আলফা, উদ্বোধন করলেন নজরুল ইসলাম

 

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা :

দেবহাটায় জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফার উদ্যোগে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

শনিবার বেলা ১২টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় দেড়শত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এসময় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, অ্যাড. আব্দুস সামাদ ও আওয়ামী লীগ নেতা নাজমুস শাহাদাৎ (নফর বিশ্বাস), ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগর আলী, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আসমাতুল্যাহ গাজী, শওকাত আলী, মাহমুদ গাজী, জাকির হোসেন, মনিরুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা ফরিদা পারভীন, খাদিজা খাতুন কণা, লিপি পারভীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছর জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার ভোমরা, কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নের শীতার্ত মানুষদের মাঝে ব্যাক্তিগত অর্থায়ণে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। এবারও তিনি তার নির্বাচনী এলাকার দুই হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র উপহার দেয়ার কার্যক্রম শুরু করেছেন। পর্যায়ক্রমে এসকল ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে অসহায় মানুষের দোরগোড়ায় তার এ উপহার পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন আলফা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন