হোম জাতীয় দুই মাসে ৪৪ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ

দুই মাসে ৪৪ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ

অনলাইন ডেস্ক:

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (টিজিটিডিসিএল) গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দুই মাসে ৪৪ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করেছে। এতে দিনে প্রায় ২৬ লাখ টাকার গ্যাস সাশ্রয় হয়েছে।

বুধবার তিতাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সর্বশেষ ১২ নভেম্বর কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি শিল্প, ৫টি বাণিজ্যিক ও ৫১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১০৩টি শিল্প, ৬১টি বাণিজ্যিক, ৭ হাজার ২৬৩টি আবাসিকসহ মোট ৭ হাজার ৪২৭টি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এতে আরো বলা হয়, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাসের আওতাধীন কেরাণীগঞ্জ, কামরাঙ্গীরচর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন