হোম রাজনীতি দুই কেন্দ্রে ‘শূন্য ভোট’ পেয়েছেন পাঁচবারের সাংসদ আতিক

দুই কেন্দ্রে ‘শূন্য ভোট’ পেয়েছেন পাঁচবারের সাংসদ আতিক

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের দুটি ভোট কেন্দ্রে টানা পাঁচবারের এমপি ও দুই দফার হুইপ নৌকা প্রতীকের আতিউর রহমান আতিক একটি ভোটও পাননি।

কেন্দ্র দুটি হলো: সদর উপজেলার ২ নং চরশেরপুর ইউনিয়নের বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং একই ইউনিয়নের বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

জানা গেছে, বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রদত্ত ভোটের মধ্যে ২ হাজার ৯৩২ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু। বাকি ভোট অন্যান্য প্রার্থীরা পেয়েছেন। তবে নৌকা প্রতীকের প্রার্থী পাঁচ বারের সংসদ সদস্য আতিক পেয়েছেন শূন্য ভোট।

একই ইউনিয়নের অপর একটি কেন্দ্র বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রদত্ত ভোটের মধ্যে ট্রাক প্রতীকের ছানু পেয়েছেন ৩ হাজার ৫৫ ভোট। বাকী ভোটগুলো অন্যান্য প্রার্থীরা পেলেও নৌকা প্রতীকের আতিক এখানেও পেয়েছেন শূন্য ভোট। একই ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ভোট পেয়েছেন এই প্রার্থী।

সদরের এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৬৬৪ জন। এদের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ২ লাখ ৩৪ হাজার ৬৪১ জন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ট্রাক প্রতীক নিয়ে ১ লাখ ৩৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিউর রহমান আতিক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ হাজার ১৭৫ ভোট। ভোটের ব্যবধান হয়েছে ৪৩ হাজার ১০৩ ভোট।

আর এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন: জাতীয় পার্টির মাহমুদুল হক মনি। তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩০৭ ভোট। তৃণমূল বিএনপির ফারুক হোসেন সোনালি আঁশ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯২ টি। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ নোঙ্গর প্রতীকে পেয়েছেন ১৭২ ভোট। বিএসপি’র প্রার্থী আবুল কালাম আজাদ, তিনি একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগের বাউল শিল্পী বারেক বৈদেশি গামছা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ২০৫ ভোট।

জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক সপ্তম সংসদ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টানা পাঁচ বার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দশম ও একাদশ জাতীয় সংসদের হুইপ ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন