দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ও ভাড়াশিমলা ইউনিয়নের ১২টি গ্রামের জলাবদ্ধতা নিরসণে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম।
এসময় দুটি ইউনিয়নের জলাবদ্ধতা নিরসণ ও পানি নিষ্কাশনের স্থায়ী পদক্ষেপ হিসেবে শনিবার থেকে স্কেভেটর মেশিনের মাধ্যমে চালতেবাড়িয়া হতে বিলগুল্লে খাল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় গড় ১৫ফুট প্রসস্থ ড্রেন খননের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমসহ মাঘুরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, প্রবীন শিক্ষক মুনসুর সরদার, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বিশ্বাস, ইউপি সদস্য রেজাউল ইসলামসহ দুটি ইউনিয়নের গণমান্য ব্যাক্তিবর্গ ও জনদূর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত মাছের ঘের এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসূমে জলাবদ্ধতার শিকার হয়ে আসছিলেন নলতা ও ভাড়াশিমলা ইউনিয়নের ১২টি গ্রামের মানুষ। শেষমেষ পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসণের এমন উদ্যোগ নেয়ায় জনদূর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছে ১২টি গ্রামের মানুষ।