হোম জাতীয় দুই আসনের উপ-নির্বাচন: তিন কেন্দ্রের ফল বাতিল করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির

জাতীয় ডেস্ক:

অনিয়মের প্রমাণ মেলায় লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রের ভোটের ফল বাতিল করে ফলাফলের প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৩ নভেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

অনিয়মের জন্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশও দেয়া হয়েছে বলে জানান ইসি সচিব।

গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন হয়। দুই আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী জয়ী হন। এই দুই আসনের ভোটের অনিয়ম নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর ও ছবি প্রকাশ হয়। পরে ইসি ওই সব অভিযোগ আমলে নিয়ে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করে।

অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশনা দেয়া হয়। তদন্তের ফল হাতে পেয়ে অভিযোগ ওঠা তিন কেন্দ্রের ফল বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি।

এদিকে ইসি সচিবের ব্রিফিংয়ে সাংবাদিকরা তফসিল ঘোষণার বিষয়ে জানতে চান। জবাবে জাহাংগীর আলম বলেন, কমিশন জানিয়েছে নভেম্বর মাসের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। যেহেতু মাসের প্রথমার্ধের আরও কয়েকদিন বাকি আছে, সে পর্যন্ত অপেক্ষা করুন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন