হোম খেলাধুলা দুঃসময়ে আলভেজকে ছেড়ে যাচ্ছেন স্ত্রী

খেলার সংলাপ:

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের। শুরুতে যৌন হয়রানির অভিযোগ, পরে ক্লাবের চুক্তি বাতিল আর এখন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ। সব মিলিয়ে বড় দুঃসময় পার করছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

এমন কঠিন সময়ে স্ত্রী জোয়ানা সাঞ্জ থাকতে চান না আলভেজের সঙ্গে, ডিভোর্স চেয়ে করেছেন আবেদন। এমন তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

বার্সেলোনার নৈশ ক্লাবে এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে আলভেজের বিরুদ্ধে। এরপর সেই ঘটনায় থানায় সাক্ষ্য দিতে গেলে আলভেজকে গ্রেপ্তার করা হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সেই নারীর অভিযোগ ছিল, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি ক্লাবে আলভেজ তাকে যৌন হয়রানি করেন। অবশ্য আলভেজ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

গত সপ্তাহে স্প্যানিশ সংবাদমাধ্যম আতেনা-৩ কে দেয়া সাক্ষাৎকারে আলভেজ জানিয়েছিলেন, আমি সেদিন নাচছিলাম এবং কারও ক্ষতি না করে ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না, কে এই নারী ? একজন নারীর সঙ্গে কি আমি এমনটা করতে পারি ? নাহ !

ধর্ষণের মামলার অভিযোগ থেকে মুক্তি পেতে নতুন একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন আলভেজ। ব্রাজিলিয়ান ডিফেন্ডার এই মুহুর্তে স্পেনের ব্রায়ান ২ জেলে আটক। অভিযুক্ত আলভেজের সঙ্গে সেখানেই দেখা করেছেন আইনজীবী ক্রিস্তোবাল মারতেল।

স্প্যানিশ গনমাধ্যমগুলোর মতে, এক সময়ে একেক কথা বলছেন আলভেজ। মূলত এই কারনেই তিনি ফেঁসে যেতে পারেন। এ বিষয়ে অবশ্য আলভেজের আইনজীবী মারতেল জানিয়েছেন, অভিযোগকারী ওই নারীর সঙ্গে সম্মতির ভিত্তিতেই আলভেজের দৈহিক সম্পর্ক হয়েছে। তবে এটা তিনি জনসমক্ষে বলতে চাননি। কারণ, তিনি ভয় পাচ্ছিলেন, সবাই তার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার বিষয়টি জেনে যাবে।

এক বন্ধুর মাধ্যমে ২০১৫ সালে আলভেজের সঙ্গে পরিচয় সাঞ্জের। সেখান থেকে সম্পর্ক গড়ায় প্রণয়ে। ২০১৭ সালে দুজন পালিয়ে যান স্পেনের ইবিজায়, সেরে নেন বিয়ে। তারপর থেকেই ভালো কাটছিল সাঞ্জের জীবন। মডেলিং ও ফুটবলার স্বামীর সঙ্গে দাম্পত্যজীবনটাও ভালোই উপভোগ করছিলেন। তবে হুট করেই এক ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে গেল।

যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই আলভেজের সঙ্গে চুক্তি বাতিল করে তার বর্তমান ক্লাব পুমাস। ৩৯ বছর বয়সী আলভেজ দুই মেয়াদে খেলেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। প্রথমে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত। এরপর ২০২১-২০২২ মৌসুমেও বার্সার জার্সিতে খেলেন এই রাইটব্যাক। আর ব্রাজিলের জার্সিতে আলভেজের অভিষেক ২০০৬ সালে। কাতার বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে খেলেছেন আলভেজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন