নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জের চাঞ্চল্যকর বাবু দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মুকুল গাজী। রবিবার (১০ সেপ্টেম্বর) যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুকুল গাজী (৪৫) আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বাবু দাসের সাথে আসামী মুকুল গাজীর মাছের ঘের নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে বিগত ২০০০ সালের জুন মাসে বাবু দাসকে হত্যা করে বাড়ির পাশে বাশঁবাগানে ফেলে রাখে মুকুল গাজী। হত্যার ৪ দিন পরে নিহত বাবু দাসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত বাবু দাসের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামী মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৫ বছর সাজা প্রদান করেন। এরপর থেকে আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২০ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে থাকে। পরবর্তীতে র্যাব-৬ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করা হয়। একপর্যায়ে রবিবার সকালে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী মুকুল গাজীকে যশোরে জেলার শার্শা থানার বাগআচড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত হত্যা মামলার পলাতক আসামী মুকুল গাজীকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।