হোম জাতীয় দীর্ঘ আড়াই ঘণ্টার বৈঠক: ইসির বিবাদ নিষ্পত্তি বিষয়ে জানলেন ইইউ প্রতিনিধিরা

জাতীয় ডেস্ক:

ঢাকা সফরের ১১তম দিনে নির্বাচন কমিশনের (ইসি) আইন কমিটির সঙ্গে দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দল। এ পর্যন্ত হওয়া ৭৫টি বৈঠকের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ।

মঙ্গলবার (১৮ জুলাই) নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে বিকেল সোয়া ৩টায় বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে ইসির যুগ্ম সচিব মাহবুবার রহমান কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন ও বিধি সম্পর্কে ইইউ পর্যবেক্ষক দল জানতে চেয়েছে। নির্বাচনের আগে-পরে বিবাদ নিষ্পত্তিতে আইনি প্রক্রিয়াগুলো কীভাবে কাজ করে সে বিষয়েও জানতে চেয়েছেন তারা।

বৈঠকে নির্বাচন কমিশনের আইন কমিটির ৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল অংশ নেয়। এ নিয়ে দ্বিতীয় দফায় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হলো ইইউ প্রতিনিধিদের।

এদিকে সকালে ইইউ প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো কেলেরিসহ দুজন ফিরে গেছেন। তবে বাকি চার সদস্য ২৩ তারিখ পর্যন্ত নির্বাচনী পরিবেশ পরখ করবেন।

এরআগে, সোমবার (১৭ জুলাই) বাংলাদেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করছে সে বিষয়ে জানার চেষ্টা করেছেন ইইউ দলের প্রতিনিধিরা। তাদের আগ্রহ ছিল ডিজিটাল সিকিউরিটি আইন এবং গণমাধ্যমের বর্তমান বাস্তবতা নিয়ে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন