হোম খেলাধুলা দাম বাড়ল বিপিএল প্লে-অফের টিকিটের

দাম বাড়ল বিপিএল প্লে-অফের টিকিটের

কর্তৃক Editor
০ মন্তব্য 84 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের টিকিটের দাম বাড়ানো হয়েছে। রাউন্ড রবিন লিগে টিকিটের সর্বনিম্ন দাম ২০০ থাকলেও প্লে-অফে সেটা করা হয়েছে ৩০০। দাম বেড়েছে আগের ৪০০ টাকার টিকিটেরও। প্লে-অফে এই টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়।

বিপিএল এখন শেষের পথে। এরইমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ স্পটের জন্য লড়ছে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স।

প্লে-অফ শুরুর আগেই শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে টিকিটের দাম জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডের টিকিটের দামও বেড়েছে। লিগ পর্বে ৪০০ টাকা থাকলেও প্লে অফে এই টিকিটের দাম করা হয়েছে ৫০০ টাকা।

ক্লাব হাউজের টিকিটের দাম ৮০০ টাকাই থাকছে। দাম অপরিবর্তিত আছে ভিআইপি স্ট্যান্ড এবং গ্র্যান্ড স্ট্যান্ডেরও। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২৫০০ টাকা আর ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা।

ম্যাচের আগের দিন থেকে মিরপুরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন