হোম অন্যান্যশিক্ষা দাবি আদায়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

শিক্ষা ডেস্ক:

চার দফা দাবি আদায়ে সিরাজগঞ্জে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে।

রোববার (২০ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা শহরের হাসপাতাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে অবস্থান নেয়।

কর্মসূচিতে ইর্ন্টানশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান এই চার দফা দাবি জানায় তারা।

এ সময় শিক্ষার্থীরা দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে স্লোগান দেয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় তারা।

পরে ৪ দফা দাবি আদায়ে সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন