হোম খেলাধুলা দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

শরিফুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ের পর লিটন দাসের দুর্দান্ত ফিফটি। তাতে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইওয়াশ এড়িয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে মাত্র ১২৬ রানে থামে আফগানরা। রান তাড়ায় নেমে ৩ উইকেট হারিয়ে ২৬.৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি টাইগারদের। দলের খাতায় ২ রান যোগ হতেই সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম। ৮ বল মোকাবিলা করেও ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেননি এ ওপেনার। দলীয় ২৮ রানে সাজঘরের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ফিরে যান ১৫ বলে ১১ রান করে। দুজনকেই বোল্ড করেন ফজলহক ফারুকী।

এরপর তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে আফগান বোলারদের জবাব দিতে থাকেন সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনের জুটিতে আসে ৬১ রান। দল যখন জয় থেকে মাত্র ৩৮ রান দূরে তখন মোহাম্মদ নবিকে পুল করতে গিয়ে ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে ব্যর্থ হন সাকিব। বল হাওয়ায় ভাসলে ক্যাচ লুফে নেন হাশমতউল্লাহ শহীদি। ৫ চারের মারে ৩৯ বলে ৩৯ রান করে সাজঘরের পথ ধরেন সাকিব।

তাওহিদ হৃদয়কে নিয়ে অবশ্য বাকি কাজটা সেরে নেন লিটন। দলকে জয় এনে দেয়ার পথে ৫৭ বলে ৩ চার ও ২ ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের দশম ফিফটি। শেষ পর্যন্ত ৬০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন লিটন। হৃদয় ১৯ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে শরিফুল ইসলামের বোলিং তোপে ৪৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই। এছাড়া অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির ব্যাট থেকে আসে ২২ রান। বাকিরা টাইগারদের বোলিং তোপে টিকতেই পারেননি। শরিফুল ২১ রান খরচায় ৪ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ১৪২ রানের বড় ব্যবধানে হেরে প্রথমবার আফগানদের বিপক্ষে সিরিজ খোয়ায় টাইগাররা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন