হোম খেলাধুলা দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল টাইগার যুবারা

আবুধাবিতে প্রথম ম্যাচে টাইগার যুবাদের নাস্তানাবুদ করে ছেড়েছিল আফগানরা। অপরিচিত কন্ডিশনে লাল-সবুজ দল হারে ১৫৮ রানে। সেই হারের শোধ নিতে অবশ্য খুব একটা দেরি করেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ওয়ানডেতেই আফগান যুবাদের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৫ মার্চ) আবুধাবির টলারেন্স ওভাল মাঠে আফগানিস্তানকে ৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে ম্যাচজয়ী ৯৮ রানের ইনিংস খেলেন শিহাব জেমস।

আগের ম্যাচে শুরুতে ফিল্ডিং করে হারার পর আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের ম্যাচের মতোই আজও ব্যাটিংয়ের শুরুটা বেশ হতাশাজনক ছিল জুনিয়র টাইগারদের। স্কোরবোর্ডে ৪২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন টপঅর্ডারের চার ব্যাটার।


বিপর্যয়টা এখানেই শেষ নয়, বাংলাদেশের দলীয় সংগ্রহ যখন ৫২ তখন আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। তবে এর পরই চমক দেখান শিহাব জেমস ও শেখ পারভেজ। সপ্তম উইকেটে এই দুই ব্যাটার মিলে স্কোরবোর্ডে জমা করেন ১০১ রান।

৪৮ রানে ইয়ামা আরবের চতুর্থ শিকার হয়ে পারভেজ বিদায় নিলে ভাঙে জুটি। ফিফটি হাঁকিয়ে জেমসের ইনিংস তখন এগোচ্ছিল সেঞ্চুরির দিকে। তবে শতরানের খুব কাছে গিয়েও দুই রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। অনবদ্য ৯৮ রানের ইনিংসে ১২ চার ও ২ ছক্কা মেরেছেন জেমস। তার ব্যাটে ভর করে শেষপর্যন্ত ২৩১ রানে থামে যুব টাইগারদের ইনিংস।

চ্যালেঞ্জিং পুঁজি নিয়ে বল হাতে দারুণ পারফর্ম করলেন রাফিরা। ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় আফগানরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। আর তাতে ৬৩ রানের জয় পায় বাংলাদেশ। ৩২ রান খরচায় সর্বোচ্চ তিন উইকেট রাফি উজ জামানের ঝুলিতে। বর্ষন আর রাব্বি নেন ২টি করে উইকেট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন