সৌরভ মডল,দাকোপঃ
খুলনা জেলার দাকোপ থানার লাউডোব খুটাখালি বাজারে অভিযান চালিয়ে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছে দাকোপ থানা পুলিশ।
আটককৃত আসামী মোঃ সাব্বির হোসেন (আজিম)(২৪), পিং- মোঃশামিম সরদার, সাং- বানিশান্তা বাজার। উৎপল মিস্ত্রি (২০), পিং- তুষার মিস্ত্রি, সাং- আমতলা,উভয় থানা-দাকোপ,জেলা- খুলনা দ্বয়কে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে।
থানা পুলিশ সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন দাকোপ থানার এস আই মোঃ আবু জাফর, কনস্টেবল / ১৬১৬ উদয় কুমার, কনস্টেবল /২৩৫৮ আঃ কাদের।
আটককৃত দুই মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে দাকোপ থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে,এবং উক্ত মাদক চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
