হোম অন্যান্যসারাদেশ দাকোপে ৫০মিটার ওয়াপদা নদী গর্ভে বিলিন

দাকোপে ৫০মিটার ওয়াপদা নদী গর্ভে বিলিন

কর্তৃক Editor
০ মন্তব্য 132 ভিউজ

খুলনা অফিস :

দাকোপের পানখালী ইউনিয়নের খোনা মোল্ল্রার বাড়ীর সামনে ওয়াপদার বেড়িবাঁধের প্রায় ৫০ মিটার রাস্তা ভেঙ্গে ঢাকী নদী গর্ভে বিলিন। ওয়াপদার ভিতরে পানি প্রবেশ করায় কয়েক শত হেক্টর জমির আমন ধানের ফসল পানিতে তলিয়ে গেছে। বাঁধ মেরামত অথবা বিকল্প রিং বাঁধ দিতে না পারলে যে কোন মূহুতে আইলার মত ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। আতংকে আছে পানখালী, তিলডাঙ্গা ইউনিয়নসহ চালনা পৌরসভার ৫০ হাজার মানুষ।

জনপ্রতিনিধি, স্থানীয় এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের সুত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাতে দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামের মোল্ল্রার বাড়ীর সামনে ৩১নং পোল্ডরের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ঢাকী নদীর জোয়ারের পানির চাপে প্রায় ৫০ মিটার ওয়াপদার রাস্তা নদী গর্ভে বিলিন হয়ে যায়। মঙ্গলবার দুপুরে জোয়ারে পানি পানখালী ইউনিয়নের খোনা গ্রামের প্রবেশ করে। যার ফলে ওই এলাকার শতশত হেক্টর আমন ধানের ফসল পানিতে তলিয়ে যায়।

একই দিন মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের খুলনা নির্বাহী প্রকোশলী পলাশ ব্যানাজী ভাঙ্গন কবলিত ওয়াপদার বেড়িবাঁধ পরিদর্শন করেন। ভাঙ্গন মেরামতের জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করেন। তিনি এ সময় বলেন বস্তায় বালি ভরার কাজ চলছে দুই এক দিনের মধ্যে খোনায় নদী গর্ভে বিলিন হওয়া ওয়াপদার রাস্তা মেরামত করা সম্ভব হবে। তাছাড়া বিকল্প রিং বাঁধ দেওয়ার জন্য তিনি উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে জানান।

খবর পেয়ে তৎক্ষনাৎ উপস্থিত হন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, পানখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি সদস্য শাহাবুদ্দিন মোল্ল্র্যাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন