হোম অন্যান্যসারাদেশ দাকোপে নির্বাচিত নারী প্রতিনিধিদের পরিকল্পনা ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত

দাকোপে নির্বাচিত নারী প্রতিনিধিদের পরিকল্পনা ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 123 ভিউজ

খুলনা অফিস :

দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের উদ্যোগে নির্বাচিত নারী প্রতিনিধিদের পরিকল্পনা ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই অক্টোবর সকাল ১০ টায় এসডিসি’র অর্থায়নে ও রূপান্তরের আ‌য়োজনে অপরাজিতা প্রকল্পের প্রশিক্ষনের উ‌দ্বোধনী অ‌ধি‌বেশ‌নে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ ইউ পি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়।

প্রশিক্ষনে দাকোপের ৯ টি ইউনিয়ন থেকে ১৩ জন নারী প্রতিনিধি অংশগ্রহন ক‌রেন। সমাপনী অ‌ধি‌বেশ‌নে বক্তৃতা ক‌রেন কোহিনূর বেগম, কনিকা গোলদার, কনিকা সরকার, ছন্দিতা রায়, মলিনা জোয়াদ্দার, সুধারানী হালদার, বিউটি রায়, রীতা রপ্তানি প্রমুখ।

প্রশিক্ষনে দাকোপের ৯ টি ইউনিয়ন থেকে ১৩ জন নারী প্রতিনিধি অংশগ্রহন ক‌রেন। সমাপনী অ‌ধি‌বেশ‌নে বক্তৃতা ক‌রেন কোহিনূর বেগম, কনিকা গোলদার, কনিকা সরকার, ছন্দিতা রায়, মলিনা জোয়াদ্দার, সুধারানী হালদার, বিউটি রায়, রীতা রপ্তানি প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন