হোম অন্যান্যসারাদেশ দাকোপের লাউডোব ইউনিয়নের বুড়িরডাবুর বাজারে ওয়াবদার সোলপে ঘর তৈরীর অভিযোগ”

দাকোপের লাউডোব ইউনিয়নের বুড়িরডাবুর বাজারে ওয়াবদার সোলপে ঘর তৈরীর অভিযোগ”

কর্তৃক
০ মন্তব্য 108 ভিউজ

প্রান্ত জয় :

খুলনা জেলার দাকোপ উপজেলার গুরুত্বপূর্ণ লাউডোব ইউনিয়নের বুড়িরডাবুর বাজার সংলগ্ন এলাকার ওয়াবদা রাস্তার সোলপের উপর দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে দোকান ঘর নির্মানকারীরা বলেন ক্রয়কৃত সম্পর্তিতে নির্মান করা হচ্ছে দোকান ঘর।
সরজমিনে দেখা যায়, সুন্দরবন সংলগ্ন লাউডোব ইউনিয়নের ব্যস্ততম বুড়িরডাবুর বাজার সংলগ্ন ওয়াবদা রাস্তার সোলপের উপর ঘর নির্মান করছে ইমদাদ শেখ, ইসলাম সরদার, মোস্তফা গাজীর দোকান ঘর।
নির্মানকৃতদের দাবী ক্রয়কৃত সম্পর্তি – সচেতন এলাকাবাসীর দাবী এভাবেই দখল হচ্ছে বুড়িরডাবুর বাজার সংলগ্ন খাল সহ সরকারি সম্পর্তি।
দাকোপ উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ তারিফ উল হাসান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সরকারের নির্দেশ মোতাবেক সারাদেশে অবৈধ উচ্ছেদ অভিযান চলমান। সরকারি সম্পর্তি কেও দখল করলে আইনগত ব্যবস্থা সহ উচ্ছেদ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন