শিক্ষা ডেস্ক:
দলীয় লেজুড়বৃত্তিক ও দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুত ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৯ আগস্ট) বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে হয় এই কর্মসূচি।
কর্মসূচিতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। সেখানে শিক্ষার্থীরা বলেন, কেউ লেজুড়ভিত্তিক রাজনীতি করতে চাইলে লাল কার্ড দেখিয়ে দেয়া হবে। কোনো ছাত্র সংগঠন হল দখল করুক সেটা ছাত্ররা চায় না বলেও জানান তারা।
তারা বলেন, কেউ বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের চিন্তা করলে তাদেরকে ছাত্ররা প্রত্যাখ্যান করবে। শিক্ষার্থীরা বলেন, যারা রাজনীতি করতে চায় তাদের ছাত্র সংসদের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসতে হবে। অন্যথায় তাদের সুযোগ দেয়া হবে না।