হোম ঢাকামাদারীপুর দলিল লেখকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি, ভোগান্তি

দলিল লেখকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি, ভোগান্তি

কর্তৃক Editor
০ মন্তব্য 67 ভিউজ

অনলাইন ডেস্ক:

মাদারীপুরে দলিল লেখকের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন জেলা দলিল লেখক সমিতির সদস্যরা। এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন দলিলদাতা ও গ্রহীতারা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে নতুন কোন দলিল না হওয়াতে অনেকেই ফিরে যেতে বাধ্য হন।

দলিল লেখকরা জানান, বুধবার (২৪ জানুয়ারি) সকালে দলিল লেখক সমিতির কার্যালয়ে প্রবেশ করে কয়েকজন যুবক। এ সময় দলিল লেখক রুহুল আমিন খানের কাছে আনন্দ ভ্রমণে যাওয়ার কথা বলে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে রুহুল আমিনকে মারধর করে আহত করা হয়।

পরে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অনির্দিষ্টকালের কলমবিরতির ডাক দেন সমিতির নেতারা। অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবার কথা জানিয়েছেন দলিল লেখক সমিতির নেতারা।

সদর উপজেলার দুধখালী এওজ থেকে আসা নাসির উদ্দিন সরদার বলেন, ‘আমরা কয়েকজন এসেছি দলিল করতে। কিন্তু এখানে এসে শুনি দলিল হবে না। এতে আমাদের একজন বিদেশে যেতে পারছে না। দলিলটা দ্রুত হলে কাজ শেষ করে বিদেশ যেতে পারতো।’

হাউজদি এলাকা থেকে আসা নুর হোসেন শরীফ বলেন, ‘আসছিলাম দলিল করতে, কিন্তু দলিল হয়নি। এখন সবাই বাড়ি ফিরে যাচ্ছি। দলিল হবে না সেটা আগে জানতে পারলে ভোগান্তি হতো না।’

মাদারীপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি তৈয়বুর রহমান তিতু মুন্সী বলেন, ‘অফিসের মধ্যে এভাবে প্রকাশ্যে হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। আমরা এর প্রতিকার চাই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, দলিল লেখক সমিতির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন