স্পোর্টস ডেস্ক:
এবারের অ্যাশেজ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। টানটান উত্তেজনার অ্যাশেজ লড়াই শুধু মাঠেই সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে ন্যাটোর সম্মেলন পর্যন্ত। ন্যাটো সম্মেলনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কথার লড়াইয়ে নেমেছিলেন অ্যাশেজ নিয়ে। সরকারপ্রধানের এই অবস্থা দেখে দর্শকদের কথা তো আন্দাজ করাই যাচ্ছে। তবে উত্তাপ ছুঁয়েছে এমসিসির সদস্যদের পর্যন্ত।
ক্রিকেটের সবচেয়ে ভদ্র দর্শক হিসেবে বিবেচনা করা হয় এমসিসির হল রুমের দর্শকদের। সেই দর্শকরা সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে এক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। ঘটনার জেরে তিনজন সদস্যকে নিষিদ্ধ করেছে এমসিসি। বোঝাই যাচ্ছে অ্যাশেজের উত্তাপ কোন পর্যায়ে পৌঁছেছে।
ঐতিহ্যবাহী লড়াইকে ঘিরে দর্শকদের মধ্যেও আগ্রহ থাকে চূড়ায়। অনেক সময় সে আগ্রহ রূপ নেয় অশোভন এবং অপ্রীতিকর আচরণে। অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা মনে করেন, সম্প্রতি সেই প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তার মতে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, দুই দেশের মাঠেই দর্শকদের গালিগালাজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, দর্শকদের এই আচরণের কারণেই বাচ্চাদের নিয়ে আর খেলা দেখতে আসেন না।
জনি বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিংয়ের পর লর্ডসের প্যাভিলিয়নে এমসিসি সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন খাজা। এমসিসির তিন সদস্যকে বরখাস্তও করা হয়। তবে সীমানার কাছে ফিল্ডিং করার সময় ক্রিকেটারদের দিকে ধেয়ে আসা কটুকথা শিশুরা শুনছে এবং বিষয়টি নিয়ে খাজা বেশ উদ্বিগ্ন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে, যদি আমি ক্রিকেট দেখতে আসি, সন্তানদের সাথে আনতে চাইবো না। যদি কখনো আসি তবে আমি রাগ করে চলে যাব। আমার ধারণা, এতে অনেক খারাপ কিছু হতে পারে। এজবাস্টনে তারা ট্রাভিস হেডকে বাজেভাবে ডাকছিল। আমার বিশ্বাসই হচ্ছিল না যে তারা এভাবে জনসম্মুখে কথা বলতে পারে।’
শুধু ইংলিশ দর্শকদেরই দোষটা দিচ্ছেন না খাজা। তার মতে, অস্ট্রেলিয়ায়ও দর্শকদের এমন আচরণের শিকার হন খেলোয়াড়রা, ‘বিষয়টা হতাশাজনক হলেও সত্যি। অস্ট্রেলিয়ায় অনেক ক্ষেত্রে এটা আরও বেশিও হতে পারে। আমি এটার সমর্থক নই। আমি অনেক খেলা ভালোবাসি এবং সেসব খেলা দেখার অভিজ্ঞতা থেকে জানি, সারাবিশ্বেই এটি ঘটে। এনবিএ-তে এটা ঘটে, বিশেষ করে যখন দর্শকসারির খুব কাছাকাছি যাওয়া হয়। আমি এটার সাথে একমত নই।’
বেয়ারস্টোর ঘটনার পর দর্শকসারি থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে থাকে। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিও বলেছেন সেটা। খাজা বলছেন, সেগুলো খুবই ‘বাজে’ এবং দর্শকদের এই আচরণ ওই ঘটনার আগের থেকে অনেক বেশি বেড়েছে।