হোম Uncategorized দমন-নিপীড়ন চালিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না : মাসুদ অরুন

জাতীয় ডেস্ক :  মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, ‘মামলা-হামলা ও দমন-নিপীড়ন চালিয়ে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না।’

সোমবার (৬ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন কালবেলাকে এসব কথা জানান।

তিনি বলেন, গত কয়েক দিনে আমাদের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ নিয়মিত মামলার পাশাপাশি অনেক পুরাতন মামলাতেও নেতাকর্মীদের আটক দেখিয়েছে। এজন্যই আটকের প্রকৃত পরিসংখ্যান সামনে আসছে না। দেশের আপামর জনগণ আমাদের সাথে আছে। জনগণকে সাথে নিয়েই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের এক দফা দাবি আদায় করব।

এই ১০ দিনে মেহেরপুর সদর থানায় ২টি, গাংনী থানায় ২টি এবং মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর এই ৫টি মামলায় জেলা বিএনপির সভাপতিসহ মোট ৬০ জনকে আসামি করা হয়েছে।

তবে মেহেরপুর জেলা পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে মোট ৫৭ জনকে আটকের তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন